চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব শতবর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকালও দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় জালাল উদ্দীন আহমেদ একাদশ ৩১ রানে আবু জাফর একাদশকে পরাজিত করে। এটি তাদের দ্বিতীয় জয়। গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে জালাল উদ্দীন আহমেদ একাদশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে। দুই ওপেনার শুভ দাশ ৪৩ এবং সাইদুল ইসলাম সানজু ৫২ রান করেন। রেজাউল করিম অপরাজিত থাকেন ২২ রান করে। আবু জাফর একাদশের মো. সাজ্জাদ এবং সুদীপ্ত কুমার প্রত্যেকে ২টি করে উইকেট দখল করেন। জবাবে আবু জাফর একাদশ ১৯.৪ ওভার খেলে ৯৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে কাপিল উদ্দিন ১৪,নিশাত ২১, মো. মামুন ১৫, সাজ্জাদ হোসেন ১১ এবং পারভেজ আহমেদ ১২ রান করেন। জালাল উদ্দীন আহমেদ একাদশের শাহেদ উল্লাহ ৪টি এবং তৌহিদুল হাসান ২টি উইকেট লাভ করেন। বিজয়ী দলের সাইদুল ইসলাম ব্যক্তিগত ৫৪ বলে ৫২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ক্রেস্ট তুলে দেন সাবেক ক্রিকেট ও ফুটবল খেলোয়াড় সালাউদ্দিন আহমেদ।
দিনের দ্বিতীয় খেলায় ইউসুফ গণি চৌধুরী একাদশ ৫ রানে শহীদ শামশুল আবেদীন একাদশকে পরাজিত করে। এটি তাদের প্রথম জয়। টসে জিতে ইউসুফ গনি চৌধুরী একাদশ প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১০২ রান করে। দলের ওমর ফারুক ১১,মো. ইমরান ২০,কাজী কামরুল ইসলাম ২৭,ফখরুদ্দিন অপরাজিত ১৯ এবং তন্ময় পটোয়ারী ২৪ রান করেন। শহীদ শামশুল আবেদীন একাদশের মনিরুজ্জামান ২০ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। জবাবে শহীদ শামশুল আবেদীন একাদশ ২০ ওভারে ৯৭ রান তুলে সবাই আউট হয়ে যান। আরমান উল্লাহ ২৯,আসাদুর রহমান ১৯,ইমরুল করিম ২১ এবং মোহাম্মদ শোয়েব ১১ রান করেন। ইউসুফ গণি চৌধুরী একাদশের সারওয়ার সাকিব ৩টি,তন্ময় পাটোয়ারী ও ফখরুদ্দিন ২টি করে উইকেট পান। বিজয়ী দলের খেলোয়াড় তন্ময় পাটোয়ারী ২২ বলে ২৪ রান এবং ২ উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ক্রেস্ট প্রদান করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং সাবেক জাতীয় ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল।