জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

| রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:১৩ পূর্বাহ্ণ

সারা দেশব্যাপী আন্দোলন ও সমাবেশের নামে বিএনপি ও জামাতের নৈরাজ্যের চক্রান্তের বিরুদ্ধে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বাপ্পির সভাপতিত্বে ও এস এম আলমগীর রানার সঞ্চালনায় সভায় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মাসুদ আলম, ওয়ার্ড আওয়ামী নেতা মাহাবুব আলম রিপন, তৌহিদুল ইসলাম, যুবলীগ নেতা লুতফুর রহমান জুয়েল, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান আশিক, রিপন, রাব্বি, ফারুক প্রমুখ বক্তব্য রাখে।

সভায় ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগ বিএনপির চলমান নৈরাজ্য রুখে দিতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন। সভা শেষে বিক্ষোভ মিছিল জালালাবাদ ওয়ার্ড এলাকা প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইয়ুথ ডেলিগেশন টিমের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের মতবিনিময়
পরবর্তী নিবন্ধপূর্ব ছোটপোল সমাজ পরিচালনা পরিষদের বার্ষিক সাধারণ সভা