নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ২নং জালালাবাদ ওয়ার্ডের কাঠালবাগান রোড এলাকায় এক বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণের অভিযোগ করেছে নগর বিএনপির নেতৃবৃন্দ। এ ঘটনার পর নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এক যৌথ বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৪ ডিসেম্বর রাত ১০টায় বিএনপি নেতা ডা. ফরিদ উদ্দিনের বাসভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি ১৫–১৬ রাউন্ড গুলি বর্ষণ করেছে। এতে সংশ্লিষ্ট এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় অবস্থান নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তারা নিয়মিতভাবে অবৈধ অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভীতিসহ হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
নেতৃবৃন্দ প্রশাসনকে সতর্ক করে বলেন, নিরাপত্তাহীনতার এই পরিস্থিতিতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে তা জনগণের মধ্যে অবিশ্বাস এবং রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি করবে। নগর বিএনপির নেতৃবৃন্দ দেশের নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে সব প্রার্থীর ভোটাধিকার সুরক্ষিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এ ব্যাপারে বায়েজিদ বোস্তামী থানার ওসি তদন্ত জানান, ২ নং জালালাবাদ ওয়ার্ডের কাঠালবাগান রোড এলাকায় বিএনপি নেতা ডা. ফরিদ উদ্দিনের বাড়ির পাশের বাড়িতে গোলাগুলির শব্দ শুনে আমাদের পুলিশ গিয়েছিল। তবে এই ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।











