জালালাবাদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

| বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ১১:৫১ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপনে ও দেশের শান্তি-সমৃদ্ধি, জনগনের কল্যাণ এবং বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় নগরীর ২নং জালালাবাদ ওয়ার্ড অফিসে।

এতে মোনাজাত পরিচালনা করেন আলেমে-দ্বীন আলহাজ্ব মৌলানা মনির আহমদ।

ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাহেদ ইকবাল বাবু’র তত্ত্বাবধানে মাহফিলে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব মোঃ শহিদ আকতার চৌধুরী, হাফেজ মৌলানা হাবিবুর রহমান, মৌলানা সাইফুল্লাহ, হাফেজ নুর হোসাইন, মৌলানা ইলিয়াসসহ প্রমূখ।

আলহাজ্ব মোঃ সাহেদ ইকবাল বাবু স্মৃতিচারণ করে বলেন, জাতির পিতা বেঁচে থাকবেন দেশের মানুষের অন্তরে। এই পৃথিবীতে বাংলাদেশ যত দিন বেঁচে থাকবে তত দিন জাতির পিতা মানুষের অন্তরে বেঁচে থাকবেন। বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করে দিয়েছেন। দেশ গঠন করে দিয়ে যেতে পারেননি। এই দেশ গঠন করার কাজ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধের মধ্যে ইউক্রেন ছেড়েছে ৩০ লাখ মানুষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২জন করোনায় আক্রান্ত