জালালাবাদে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

| শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

বায়েজিদ বোস্তামি লিংক রোডস্থ আস্তান নগর বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র ও হতদরিদ্র গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ইমেজ জালালাবাদ ক্লিনিকের উদ্যোগে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় ৪০ জন গর্ভবতী মাকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা হেল্‌থ চেকআপ এবং স্বল্পমূল্যে প্যাথলজি পরীক্ষা করানো হয়। এসময় উপস্থিত ছিলেন বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, ক্লিনিক ম্যানেজার মো. মোহসিন উল ইসলাম ও মেডিকেল অফিসার আনিকা তাহসিন।
অনুষ্ঠানে ইমেজ জালালাবাদ ক্লিনিকের মেডিকেল অফিসার উপস্থিত গর্ভবতী মা ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব সেবা, বাড়িতে প্রসবের কুফলসহ স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচার এনজিওকে সম্মাননা দিল চট্টগ্রাম জেলা প্রশাসন
পরবর্তী নিবন্ধমহানগর রিকশা মালিক সমন্বয় সংগ্রাম পরিষদের সভা