জালালাবাদে কাঁঠাল বাগান পাহাড়ে সবজি চাষের আড়ালে পাহাড় নিধন

অভিযানে অবৈধ নলকূপের মাধ্যমে পানির সংযোগ বিচ্ছিন্ন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

নগরীর খুলশীতে জালালাবাদের কাঁঠাল বাগান পাহাড়ি এলাকায় পাহাড় কাটা প্রতিরোধে অভিযান চালিয়ে পানির সংযোগ বিচ্ছিন্ন করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল সোমবার কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসেইন মুহম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জালালাবাদের কাঁঠাল বাগান পাহাড়ি এলাকায় সবজি চাষের আড়ালে পাহাড় নিধন ও জনমানবহীন কাঁচা বসতি গড়ে তোলার মাধ্যমে পাহাড় মোচনের আলামত পরিলক্ষিত হয়।

এ সময় পুরো এলাকায় অবৈধভাবে গভীর নলকূপ তৈরি করে সাবমার্সিবল মেশিনের মাধ্যমে শতাধিক স্থানে বাণিজ্যিক ভিত্তিতে পানি সরবরাহের বিষয়টি দেখতে পাওয়া যায়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম ওয়াসার সাথে যোগাযোগ করেন এবং এসব অবৈধ গভীর নলকূপ ধ্বংস করার মাধ্যমে পাহাড়ে অবৈধভাবে পানি সরবরাহের বাণিজ্য বন্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এসব সুযোগ সুবিধা পাহাড়ে বিদ্যমান থাকায় পাহাড় নিধন বন্ধ করা যাচ্ছে না।

অভিযানকালে জালালাবাদের মধু শাহ আস্তানার পাশে পাহাড় কেটে ঘর নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জালালাবাদের পাহাড়গুলোতে অবৈধ পানির উৎসস্থল ধ্বংস করার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় উপস্থিত ছিলেন পাহাড় সুরক্ষায় গঠিত জোন কমিটি৪ এর সদস্য পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের কর্মকর্তা মো. মনির হোসেন, খুলশী থানার এসআই মো. আনোয়ার হোসেন, খুলশী ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা জাহেদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিরবচ্ছিন্ন পানি সরবরাহ করুন, জনদুর্ভোগ কমান
পরবর্তী নিবন্ধনির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আইন উপদেষ্টা