জালালাবাদে আ’লা হযরত যুব তরুণ কাফেলার কনফারেন্স

| সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

আ’লা হযরত যুব তরুণ কাফেলার উদ্যোগে ইমাম আ’লা হযরত স্মরণে বায়েজিদ উত্তর কুলগাঁও জালালাবাদে শহীদুল্লাহ মার্কেট প্রাঙ্গণে সরকারে আ’লা হযরত কনফারেন্স গতকাল অনুষ্ঠিত হয়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুদাররিস আল্লামা আতাউর রহমান নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। উদ্বোধক ছিলেন আ’লা হযরত যুব তরুণ কাফেলার চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আলী আলকাদেরী। স্বাগত বক্তব্য দেন কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ শহীদ উল্লাহ। কনফারেন্সে বক্তারা বলেন, আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ🙂 জ্ঞান বিজ্ঞানসহ ঈমান আক্বিদা আমলের ওপর দেড় হাজারেরও বেশি তাত্ত্বিক গবেষণাধর্মী মৌলিক গ্রন্থ লিখে মুসলিম মিল্লাতকে ঋণী করে গেছেন। তাঁর গ্রন্থগুলো পাঠে মুসলিম মিল্লাত শুধু নয়, সকল মত পথের মানুষ চলার পথে দিশা খুঁজে পাবে। কনফারেন্সে অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মঈন উদ্দিন আশরাফী, জামেয়ার প্রাক্তন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গবেষক মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা ফরিদুল আলম রিজভি, আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জমান, . আল্লামা আনোয়ার হোসাইন, উপাধ্যক্ষ আল্লামা আবদুল আজিজ আনোয়ারী, আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান আলকাদেরী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভি, অধ্যাপক আল্লামা সৈয়দ জালাল উদ্দিন আযহারী, মাওলানা শেখ আরিফুর রহমান, আল্লামা হাফেজ ওসমান গনি, মাওলানা মুখতার আহমদ রিজভি, মাওলানা আবুল হাশেম, মাওলানা ইমদাদুল ইসলাম রিজভি, মাওলানা সৈয়দ ওয়াহিদুর রহমান, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা ইদ্রিস আনসারী, মাওলানা নূর মোহাম্মদ কাদেরী, মাওলানা আবদুল আজিজ রিজভি, মাওলানা নেছার উদ্দিন আলকাদেরী, মাওলানা নঈম উদ্দিন, শায়ের আবদুল্লাহ আল নোমান, মাওলানা এহছান কাদেরী। উপস্থিত ছিলেন ওয়াহিদুল আলম বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারির চারা বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রাইভেট কারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ১