জালালাবাদে আ’লা হযরত কনফারেন্স আজ

| শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আ’লা হযরত যুব কাফেলার উদ্যোগে আ’লা হযরত আহমদ রেজা খান (রহ.) স্মরণে আ’লা হযরত কনফারেন্স আজ শুক্রবার বাদে জুমা থেকে বায়েজিদস্থ উত্তর কুলগাঁও জালালাবাদ শহীদুল্লাহ মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আল্লামা আতাউর রহমান নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠেয় কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। উদ্বোধক থাকবেন আ’লা হযরত যুব কাফেলার চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আলী আলকাদেরী। অতিথি ও আলোচক থাকবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মঈন উদ্দিন আশরাফী, গবেষক মোছাহেব উদ্দিন বখতিয়ার, উপাধ্যক্ষ আল্লামা আবদুল আজিজ আনোয়ারী, আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান আলকাদেরী প্রমুখ। কনফারেন্সে সকলকে অংশগ্রহণ করার জন্য আ’লা হযরত যুব কাফেলার চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আলী আলকাদেরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফখরুলকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ৫০০ কোটি টাকা মানহানির মামলা
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে আইকিউএসির ১৯তম সভা