জার্সি নিয়ে দুর্নীতির কথা বললেন সোহান

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনের সময় সরব ছিলেন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার এবার মুখ খুলেছেন বিসিবিতে হওয়া দুর্নীতি নিয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলছেন সোহান, ছিলেন অধিনায়কও। তিনি বলছেন, জার্সিতেও দুর্নীতি হতো লাখ টাকার। রোববার মিরপুরে সোহান বলেন, ‘আমি যখন খেলেছি, বিসিবি থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় তিন লাখ টাকা। ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য। এটা আমি নিজের চোখে দেখেছি, যেহেতু আমি অধিনায়ক ছিলাম। আমাদের জার্সি বানানো হয়েছে ৮০ হাজার টাকার মতো দিয়ে।’ ‘এটা পরার মতো না। প্রথম শ্রেণিতে যদি এরকম হয় তিন লাখ টাকা বাজেটের ভেতরে ৮০ হাজার দিয়ে জার্সি বানাইছেন।

বাকি টাকার কোনো হিসাব নাই। পরে আমরা খেলোয়াড়রা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি।’ এখন বিসিবিতে সংস্কারের দাবি তুলছেন অনেকে। আলাপ আছে বিসিবিতে নতুন সংগঠকদের আসারও। সোহানের চাওয়া, ব্যক্তিগত স্বার্থের জন্য যেন কেউ না আসেন।

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভেও নিশ্চুপ বাফুফে কর্তারা
পরবর্তী নিবন্ধকুস্তিতে সোনা জিতে বাহরাইনের তাজুদিনোভের ইতিহাস