জার্সিতে আবাসিক ভবন প্রাঙ্গণে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৯:০৯ পূর্বাহ্ণ

ইউরোপের দেশ জার্সিতে একটি আবাসিক ভবন প্রাঙ্গণে বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন। সেখান থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি জানায়, জিএমটি ভোর ৪টার দিকে সেন্ট হেলিয়ারের পিয়ার রোডে অবস্থিত আবাসিক ভবন প্রাঙ্গণে ওই ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।

সেখানে উদ্ধার কাজ চলছে এবং উদ্ধার কাজ শেষ হতে ‘কয়েকদিন’ সময় লেগে যাবে বলে জানান পুলিশ প্রধান রবিন স্মিথ। তিনি বলেন, ওই এলাকা ধ্বংস্তুপে পরিণত হয়েছে। আমাদের কর্মীদের দেখা সবচেয়ে বিধ্বংসী পরিস্থিতির একটি সেখানে বিরাজ করছে। বিস্ফোরণে ঠিক কয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমরা এখনো বুঝতে পরিনি। তবে সেখানে একটি তিনতলা ভবনের পুরোটা ধসে পড়েছে। জরুরি সেবা থেকে বলা হয়, বিস্ফোরণের পর সেখানে বড় আকারে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের শস্য রপ্তানিতে ট্রানজিট দেবে বেলারুশ : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র বলছে, ইরান রাশিয়ার ‘শীর্ষ সামরিক সহযোগী’