জার্মান ঐক্য দিবস ও বিশ্বপ্রাণী দিবস

| রবিবার , ৩ অক্টোবর, ২০২১ at ৫:২৪ পূর্বাহ্ণ

১৫৯১ ইতালির চিত্রশিল্প ভিনচেন্‌ৎসো ক্যাম্পি-র মৃত্যু।
১৬৭০ শিবাজি সুরাট অভিযান শুরু করেন।
১৭৯১ ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েণ্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।
১৮০০ মার্কিন ঐতিহাসিক জর্জ ব্যানক্রফ্‌ট-এর জন্ম।
১৮০৭ জার্মান সুরকার হেইনরিখ পানোফকা-র জন্ম।
১৮২৪ বিসমার্কের বিরোধিতা করায় প্রুশিয়ার কূটনীতিক হ্যারি আরনিস-এর ফাঁসি হয়।
১৮৩১ ব্রিটিশ সেনাবাহিনী মহিশুর রাজ্য অধিকার করে।
১৮৪৪ চিকিৎসক ও পরজীবী জীবাণুবিদ স্যার প্যাট্রিক ম্যানসন-এর জন্ম।
১৮৬৭ সেলাই কলের মার্কিন উদ্ভাবক ইলিয়াস হাউয়ে-র মৃত্যু।
১৮৬৭ ফরাসি চিত্রশিল্পী পিয়ের বনার -এর জন্ম।
১৮৯৫ রুশ কবি সের্গেই ইয়েসেনিন-এর জন্ম।
১৮৯৬ ইংরেজ সমাজতন্ত্রী, কবি ও শিল্পী উইলিয়াম মরিস-এর মৃত্যু।
১৮৯৭ ফরাসি লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লুই আরাগঁ-র জন্ম।
১৯০৪ নোবেলজয়ী (১৯৮৭) মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেন-এর জন্ম।
১৯১৮ বুলগেরিয়ার জার ফার্দিনান্দ সিংহাসন ত্যাগ করেন।
১৯২৩ কলকাতা বিশ্বাবদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় মহিলা কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মৃত্যু।
১৯২৯ সার্ব, ক্রোয়েট ও স্লোভেনদের রাজ্যের নাম পরিবর্তিত হয়ে হয় যুগোস্লাভিয়া।
১৯৪৫ বিশ্বট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৫২ মন্টে বেল্লো দ্বীপে ব্রিটিশ পারমাণবিক সরঞ্জাম বিস্ফোরিত হয়।
১৯৫২ ঐতিহাসিক, গবেষক ও সম্পাদক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
১৯৫৭ জার্মান সাহিত্যতাত্ত্বিক এরিতে আউয়েরবাখ-এর মৃত্যু।
১৯৫৮ ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৭০ রোমানীয় লেখক ও মার্কসবাদী সাহিত্য সমালোচক লুসিয়ে গোল্ডমান-এর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধসেবাসংস্থাগুলোর সঙ্গে সিটি কর্পোরেশনের কাজ চিহ্নিত করেই সমন্বয় করতে হবে
পরবর্তী নিবন্ধগোপাল হালদার : সংস্কৃতি ও ঐতিহ্যের সার্থক প্রতিনিধি