গত বছর ইউক্রেন থেকে প্রায় ১১ লাখ মানুষ জার্মানি গেছে, যা ২০১৫ সালের দিকে মধ্যপ্রাচ্য থেকে দেশটিতে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের ঢলকেও ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেন থেকে যাওয়া শরণার্থীদের দুই–তৃতীয়াংশই জার্মানিতে পৌঁছেছে রাশিয়ার সেনা অভিযানের প্রথম তিন মাসে, বলেছে ওই পরিসংখ্যান দপ্তর। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সেনা পাঠানোর বর্ষপূর্তির কয়েকদিন আগে এতথ্য প্রকাশ করল তারা। রাশিয়ার ওই অভিযান এরই মধ্যে লাখ লাখ ইউক্রেনীয়কে বাস্তুচ্যুত করেছে। খবর বিডিনিউজের।