জার্মানিতে চলন্ত ট্রেনে হামলা

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

জার্মানির দক্ষিণাঞ্চলে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার জার্মানির বাভারিয়া রাজ্যে চলন্ত ট্রেনে এই হামলার ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।
হামলার সময়ে ট্রেনটি রেগেন্সবুর্গ থেকে ন্যুরেমবুর্গে যাচ্ছিল। জার্মানির সংবাদ মাধ্যম বিল্ডের তথ্য অনুযায়ী, হামলায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এরই মধ্যে পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, এখন আর কোন ঝুঁকি নেই। এই মুহূর্তে ঘটনায় জড়িত ব্যক্তির বিষয়ে আর কোনো বাড়তি তথ্য নেই।
পুলিশের এক মুখপাত্র বিআর টোয়েন্টিফোর নামের একটি সমপ্রচারমাধ্যমকে বলেন, হামলার বিস্তারিত এখনও পরিষ্কার নয়। সকাল ৯টা ২০ মিনিটে পুলিশ এ ঘটনায় ফোন কল পেয়েছিল।
বিল্ড জানায়, তদন্তকারীরা ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী যোগসাজশ খুঁজে পায়নি। ট্রেনটিকে ন্যুরেমবার্গের দক্ষিণে জয়বার্সডর্ফে থামানো হয় বলে জানিয়েছে পুলিশ। হামলার পর ওই দুই শহরের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহিউস্টনে সঙ্গীত উৎসবে ভিড়ে পিষ্ট হয়ে ৮ মৃত্যু
পরবর্তী নিবন্ধসিয়েরা লিওনে তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯১