জার্মানিতে খনি বিরোধী প্রতিবাদ থেকে আটক গ্রেটা থুনবার্গ, পরে মুক্তি

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৩ পূর্বাহ্ণ

জার্মানিতে একটি কয়লা খনি সমপ্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় প্রখ্যাত সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করা হয়েছিল। পরে পরিচয় পরীক্ষার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ওই খনিটি সমপ্রসারণ করার জন্য স্থানীয় একটি গ্রাম ধ্বংস করা হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই মঙ্গলবার অন্যান্য পরিবেশ আন্দোলনকারীদের সঙ্গে সেখানে গিয়েছিলেন থুনবার্গ। খবর বিডিনিউজের।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রাইনওয়েস্টফেলিয়ার উন্মুক্ত কয়লা খনি গার্জভাইলার টু এর সমপ্রসারণের জন্য প্রায় ৯ কিলোমিটার দূরের গ্রাম লুজএহাট খালি করে ফেলা হচ্ছে।

খনিটির মালিক কোম্পানি সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে, কয়লা থেকে দ্রুত সরে আসার এবং ধ্বংসের জন্য নির্ধারিত পাঁচটি গ্রাম রক্ষার বিনিময়ে তারা লুজএহাট গুঁড়িয়ে দিতে পারবে।

আন্দোলনকারীরা বলছেন, জার্মানির আর লিগনাইট বা বাদামি কয়লা খনন করা উচিত নয়। এর বদলে তাদের নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দিকে মনোযোগ দেওয়া উচিত।

পূর্ববর্তী নিবন্ধএবার ভেঙে গেল খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদ
পরবর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মারা গেছেন