জার্মানিতে দ্বিতীয় দফায় কোভিড–১৯ সংক্রমণ বাড়তে শুরু করায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আবারও কড়া বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। অনুন্নত এবং উন্নয়নশীল দেশ তো বটেই, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের উন্নত দেশগুলোও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সংক্রমণ যখন চূড়ায় তখন দেশগুলোর চিকিৎসা সেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই তুলনায় জার্মানি এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি ভালোভাবেই সমালাতে পেরেছে।
চিকিৎসা সেবা ব্যবস্থার ওপর বাড়তি চাপ না পড়ায় সংক্রমণ বেশি হলেও দেশটি মৃত্যু হার কমিয়ে রাখতে পেরেছে। চলা–ফেরায় কিছু বিধিনিষেধ আরোপ করলেও জনজীবন বলতে গেলে স্বাভাবিক ছন্দেই আছে। কিন্তু দেশটিতে দ্বিতীয় দফায় সংক্রমণের হার যেভাবে বেড়ে চলেছে তাতে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর মেরকেল সঙ্কট মোকাবেলায় নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করেছেন বলে জানায় জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। খবর বিডিনিউজের।
যদিও জার্মানির সব প্রান্তে সংক্রমণের হার এক না হওয়ায় সরাসরি কোনো সাধারণ বিধিনিয়মে একমত হতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে মঙ্গলবার তাদের মধ্যে একটি রফা হয়েছে। সেই বোঝাপড়ার আওতায় গোটা দেশজুড়ে নির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে একই পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ ঢালাও লকডাউনের বদলে স্থানীয় পর্যায়ে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো অঞ্চলে প্রতি লাখ মানুষের মধ্যে দৈনিক কতজন নতুন রোগী শনাক্ত হচ্ছেন তার ওপর ভিত্তি করে বিধিনিয়ম স্থির করা হবে।
জানা গেছে, সংখ্যাটা ৩৫–এর বেশি হলে ঘরের মধ্যে ৫০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হবে। সেক্ষেত্রে ব্যক্তিগত বা পারিবারিক কোনো উৎসব–অনুষ্ঠানে ২৫ জনের বেশি মানুষের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার। আক্রান্তদের সংখ্যা ৫০ পেরিয়ে গেলে সমাবেশের ঊর্ধ্বসীমা ২৫ রাখা হবে এবং বাসভবনে ১০ জনের বেশি মানুষ যাতে একত্র না হন, সেই পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষে কারো বাসভবনে প্রবেশ করে মানুষ গোণা সম্ভব নয় বলে সাধারণ মানুষকেই এই পরামর্শ মেনে চলার অনুরোধ করেছেন মেরকেল।তবে আগে থেকে কর্তৃপক্ষের কাছে কোনো অনুষ্ঠান নথিভুক্ত করলে এবং কড়া স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার করলে এই নিয়মের ব্যতিক্রম করা যাবে। মেরকেল এবং স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বারবার মনে করিয়ে দিচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের আচরণের ওপর করোনা মহামারীর গতিপ্রকৃতি অনেকটা নির্ভর করবে।তারা বলছেন, এখনও কোনো ওষুধ বা টিকা না থাকায় করোনা ভাইরাস যেকোনো সময় মারাত্মক রূপ নিতে পারে। তাই বিধিনিয়ম শিথিল করার সময় এখনও আসেনি। স্বাভাবিক জীবনের ছন্দে বিঘ্ন সত্ত্বেও বৃহত্তর স্বার্থে সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে। পরিস্থিতি সামলাতে একাধিক রাজ্যে নিয়ম ভাঙলে বড় অঙ্কের জরিমানার ঘোষণাও দেওয়া হয়েছে। বার্লিনে নাচের পার্টি আয়োজন করায় রাজ্য সরকার আয়োজকদের পাঁচ হাজার ইউরো জরিমানা করেছে। উত্তরে শ্লেসভিক হলস্টাইন রাজ্যে রেস্তোরাঁয় খেতে গিয়ে ভুল নাম–ঠিকানা লিখলে এক হাজার ইউরো জরিমানা করা হচ্ছে। অন্য রাজ্যে সেই অঙ্ক অবশ্য ৫০ ইউরোয় সীমিত রাখা হয়েছে।