জার্মানিকে রুখে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

স্বাগতিক জার্মানিকে রুখে দিয়েছে সুইজারল্যান্ড। প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল সুইসরাই। তবে ম্যাচের শেষদিকে গোল করে সমতা আনে জার্মানরা। তাতে ড্রয়ে শেষ হয় ম্যাচ। এই ড্র সত্ত্বেও শেষ ষোলোয় পা রেখেছে সুইজারল্যান্ড। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে জার্মানিও। ফ্রাঙ্কফুর্টে ইউরো কাপের গ্রুপ পর্বের ম্যাচটি ১১ গোলে ড্র হয়। ড্যান এনডয়ের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। পরে সমতা ফেরান নিকলাস ফুলক্রুগ। গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ১০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। এই জয়ে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হাঙ্গেরিয়ানদেরও।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে আন্তঃস্কুল ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন