আদালতের রায় বাস্তবায়ন নিয়ে জারি করা একটি চিঠিকে কেন্দ্র করে রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র পারসোনাল অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সিআরবিতে সংশ্লিষ্ট কর্মকর্তার অফিসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন।
ঘটনার জন্য রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র পারসোনাল অফিসার (এসপিও) মো. সৈয়দ হোসেন স্টেশন মাস্টারদের সংগঠন ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদকে দায়ী করেছেন।
জানা গেছে, ২০০৫ সালে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের পক্ষে উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১৯৭৭ সাল থেকে স্টেশন মাস্টারদের বকেয়া বেতন-ভাতাদিসহ উচ্চতর বেতন স্কেল প্রদানের নির্দেশ দেয়া হয়। রায় বাস্তবায়নে আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী রিট আবেদনকারী পাঁচজনকে এ সুবিধা দিতে বলা হয়। গত ৩১ আগস্ট এ সংক্রান্ত একটি চিঠি জারি করেন সৈয়দ হোসেন। এর প্রতিবাদে ট্রাফিক কর্মচারী ঐক্য পরিষদ নেতারা গত বুধবার সৈয়দ হোসেনের সঙ্গে দেখা করেন। এসময় তারা দাবি করেন, কেবল পাঁচজন নয়, সকল স্টেশন মাস্টারই সুবিধা পাবেন।
এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র পারসোনাল অফিসার (এসপিও) মো. সৈয়দ হোসেন বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে জিএম মহোদয়ের নির্দেশে আমি এই চিঠি জারি করি। বুধবার কিছু স্টেশন মাস্টার ওই চিঠি বাতিল করতে আমাকে বাধ্য করে। এসময় তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিষয়টি আমি জিএম স্যারকে জানিয়েছি। তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। আমি অফিসের কাজে ঢাকায় এসেছি। চট্টগ্রামে ফিরে রবিবার লিখিত অভিযোগ দেব।
এই ব্যাপারে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন আজাদীকে জানান, তারা একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করার সাহস দেখিয়েছে। যারা এটা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েই রায় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য কমিটি করে দেবো।