জারার প্রশ্ন, জবাবে যা বললেন সারজিস

শতাধিক গাড়ির বহর

| বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টিএনসিপি নেতা সারজিস আলমের শতাধিক গাড়ির বিরাট বহর নিয়ে পঞ্চগড়ে রাজনৈতিক শোডাউন দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন দলে তার সতীর্থ তাসনিম জারা। সারজিস এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) এবং তাসনিম জারা দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফেইসবুক পেইজে সারজিসের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন পেশায় চিকিৎসক, গবেষক ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাসনিম জারা। তার প্রায় দুই ঘণ্টা পর রাতে তাসনিম জারার খোলা চিঠির জবাবে সারজিস আলম বলেছেন, তার দাদা যে সম্পত্তি তার জন্য রেখে গেছেন তাই দিয়েই তিনি নির্বাচন করতে পারবেন। খবর বিডিনিউজের।

সারজিসের উদ্দেশে জারা তার খোলা চিঠিতে লিখেছেন, প্রিয় সারজিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিসের কাছে কোনো টাকা নেই, কিছুদিন আগে তার দেওয়া বক্তব্যের সূত্র ধরে জারা লিখেছেন, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, আমার আসলে এই মুহূর্তে কোন টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদের অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো? এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব।

নিজের ফেইসবুক পেইজে জারার প্রশ্নের জবাব দিয়ে পোস্ট করা পাল্টা খোলা চিঠিতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নতুন বন্দোবস্ত বলতে তারা যেটা ভাবছেন সে অনুযায়ী নির্বাচন করতে গেলে ৯৫ শতাংশ ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে তিনি নতুন বন্দোবস্তের সঙ্গে পুরনোর মিশেলের যথার্থতা দেখছেন। তার শত গাড়ির বহরের সমালোচনাকারীদের কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

একই চিঠিতে সারজিস স্বীকার করে নিয়েছেন, নতুন বন্দোবস্তেও একটা অংশ চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা বাণিজ্য, হয়রানি করে যাচ্ছে এবং এর বিরুদ্ধে তারা টু শব্দটিও করতে পারছেন না। তিনি প্রশ্ন তুলেছেন বাংলাদেশের জনগণের মানসিকতা নিয়েও। গাড়ি বহরের অর্ধেক গাড়ি এলাকার মানুষ নিজেদের উদ্যোগে নিয়ে গেছেন দাবি করেন সারজিস। বাকি প্রায় ৫০টার মতো গাড়ির ৬০০০ করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরো ৫০ বছর আগেও ছিল। এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না; শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন, সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ।

পূর্ববর্তী নিবন্ধমোহরা শিল্প এলাকায় ইউনাইটেড কেমিক্যালে দুর্ধর্ষ চুরি
পরবর্তী নিবন্ধহিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবেদন মোটিভেটেড : প্রেস সচিব