নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলীতে শ্যামল চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ইশান মহাজন রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জায়গার সীমানা পরিমাপকে ঘিরে শ্যামল চৌধুরী স্ট্রোক করেন। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, জায়গা পরিমাপের সময় দুইপক্ষের ঝগড়া হয়েছিল। পরে শ্যামল চৌধুরী নামে এক বৃদ্ধ মারা যান বলে জানায় স্থানীয়রা। তা শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা।












