কাপ্তাই সড়কের বরইছড়ি হতে কাপ্তাই লগগেট পর্যন্ত কমপক্ষে ৯ স্থানে সড়কের পাশে ভাঙন দেখা দিয়েছে। আপাত দৃষ্টিতে ভাঙন গুলো দেখতে ছোট মনে হচ্ছে। তবে এই ছোট ভাঙন থেকেই বড় আকারের ধস নামার আশঙ্কা রয়েছে। আসন্ন বর্ষা শুরুর পূর্বে এসব ভাঙন জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে সড়কে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে কাপ্তাই উপজেলা সদর বরইছড়িতে সড়কের পাশে বড় আকারের ভাঙন সৃষ্টি হয়েছে। সড়কের নিচে এমনিতেই গভীর খাদ রয়েছে। তার পাশাপাশি একেবারে সড়ক ঘেঁষে ভাঙন সৃষ্টি হওয়ায় সব ধরনের যান চলাচল ঝঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় মর্জিনার মায়ের হোটেলের পাশে গড়ে উঠা এই ভাঙন সম্পর্কে টেক্সি চালক জয়নাল আবেদীন বলেন, সড়কটি সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বড় দুর্ঘটনা ঘটার আগেই সড়কটি দ্রুত সংস্কার করা দরকার।
কাপ্তাই মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদিকা নুর বেগম মিতা বলেন, সড়কের শীলছড়ি, সীতারঘাট এবং চিৎমরমেও একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। সাধারণভাবে সড়কের উপর দিয়ে চলাচলের সময় ভাঙন দৃষ্টিগোচর না হলেও সড়কের নিচের মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত এক সপ্তাহ আগের দুই দিনের ভারী বৃষ্টিতে কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে এরকম ভাঙন সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। কয়েকদিন পরেই বর্ষা শুরু হবে। তখন সড়কের ভাঙন আরো তীব্র হবার আগেই সড়ক সংস্কার করার আহ্বান জানান তিনি।
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার মো. সরোয়ার হোসেন বলেন, সড়কে ভাঙন সৃষ্টি হবার পর সর্বসাধারণকে সতর্কভাবে চলাচল করার জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কয়েকটি স্থানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে সড়কের উপর অনেক বড় অংকের টাকা ব্যয় করে ওয়াগ্গা ব্রিজটি নতুন করে নির্মাণ করা হয়েছে। ওই ওয়াগ্গা ব্রিজ ঘেঁষেই যে ভাঙন সৃষ্টি হয়েছে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেননা ভাঙন বড় হবার আগে যদি এখানে সংস্কার করা না হয় তাহলে নবনির্মিত ওয়াগ্গা সেতুও ঝুঁকির মধ্যে পড়ে যাবে বলেও তিনি আশঙ্কা করেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সামপ্রতিক বৃষ্টির কারণে কাপ্তাই সড়কের কয়েকটি স্থানে ছোট ছোট ভাঙন সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে প্রকৌশলী পাঠিয়ে আমরা ভাঙন কবলিত স্থান সম্পর্কে সঠিক তথ্য জেনেছি। আপাতত বিভিন্ন স্থানে সর্বসাধারণের প্রতি সতর্কতামূলক বার্তা হিসেবে লাল পতাকা টাঙিয়ে রাখা হয়েছে। অচিরেই সড়কের ভাঙন কবলিত এলাকায় প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে।