চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গাজমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ঘরের কাঁচের জানালা, সিসি ক্যামেরা ভাংচুরসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও গাছ কেটে লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার (১০ মে) বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের গোয়ালটি মুড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী আবুল কালাম বাদী হয়ে আপন ভাইসহ মোট ৬ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- আবুল বশর (৫০), আব্বাস উদ্দীন(৪৫), আবুল হাশেম (৫৪), বকুল আক্তার (৩৬), আব্বাস উদ্দীন, বুলু আক্তার (৩৫), নিলু আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, জায়গাজমি সংক্রান্ত শত্রুতার জেরে সংঘবদ্ধ হয়ে এই চক্রটি ভুক্তভোগীর বাড়িতে গিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে জানালার কাঁচ, সিসি ক্যামেরা ভাংচুরসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের ঘরের ভিতর অবরুদ্ধ করে রেখে বাগানের বিভিন্ন বনজ গাছ কেটে লুট করে নিয়ে যায়। পরে জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে থানা পুলিশের সহযোগিতায় সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে রক্ষা পায়।
সরজমিনে গিয়ে দেখা গেছে ভুক্তভোগীর ঘরের ডিস ক্যাবল কাটা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সিসি ক্যামেরার ভাংচুর করে নিয়ে গেছে এমন আলামত দেখা গেছে।
আবার এদিকে অভিযুক্ত জায়গা থেকে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে আব্বাস উদ্দীন বলেন, আমার জায়গার গাছ আমি বিক্রি করেছি। তিনি আরও বলেন, সার্ভেয়ার দিয়ে পৈত্রিক বাড়িভিটা আমাদের ৮ ভাইয়ের মধ্যে ভাগবাটোয়ারা করে সেই মতে দখলে আছি, প্রয়োজনে আবারও পরিমাপ করে যার যার জায়গা বুঝে নিবে, বার বার এটা নিয়ে অশান্তির কি আছে।
এ বিষয়ে লোহাগাড়াধীন চুনতি পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক আব্বাস উদ্দিন আজাদীকে জানান, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং গাছ কাটা বন্ধ করে দিয়েছি, তদন্ত স্বাপেক্ষে আইনগত বেবস্থা নেওয়া হবে।