জাম্বুরি পার্কে দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত

আজাদী অনলাইন | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ৩:১৯ অপরাহ্ণ

নগরীর আগ্রাবাদে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. হাশেম খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুরে জাম্বুরি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. মাসুদ রানা।
তিনি বলেন, “আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়। তবে কেন এই সংঘর্ষ তা তাৎক্ষণিক জানা যায়নি।”-বাংলানিউজ

নিহত হাশেম খানের স্বজনদের আহাজারির ছবিটি তুলেছেন অনুপম বড়ুয়া।
পূর্ববর্তী নিবন্ধকাপাসগোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধ৩য় বর্ষে দি স্কাই লাউঞ্জ এন্ড রেস্টুরেন্ট