জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের ঈদ পুনর্মিলনী সভা পরিষদের সভাপতি অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এসময় আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রামের ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হকের ইন্তেকালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা গভর্নিং বডি ও জামেয়ার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়। সভায় অধ্যক্ষ বলেন, মরহুম মোহাম্মদ সিরাজুল হক ছিলেন সৎ, বিনয়ী, মৃদুভাষী, সদালাপি একজন মানুষ।
এতে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ নুরুন্নবী, মাওলানা মীর মোহাম্মদ আলাউদ্দিন, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী, মাওলানা হাফেয মুহাম্মদ আনিসু্জ্জামান, মাওলানা আবুল আছাদ মুহাম্মদ জুবাইর রজভী, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক, মাওলানা মুহাম্মদ হামেদ রেযা নঈমী, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, মাওলানা মুহাম্মদ রবিউল আলম, মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের, মাস্টার মুহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী, মাওলানা হাফেজ ক্বারী মুহাম্মদ জালালুদ্দীন, মাওলানা হাফেয আহমুদুল হক, মাওলানা মুহাম্মদ জসীম উদ্দীন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।