জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর (রহ.) স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব ও সংবর্ধনা সভা অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান আলোচক ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান সাইয়্যেদ (আহসান উল্লাহ)। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রাক্তণ শিক্ষার্থী প্রফেসর ড. সাইয়েদ আবদুল্লাহ আল মারূফ। উদ্বোধনী বক্তব্য রাখেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসাইন।
আল ইমাম মুসলিম (রহ.) ফাউণ্ডেশনের আয়োজনে এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ইসলামি জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে গ্রন্থটি একটি নতুন সংযোজন। যাতে শেরে মিল্লাতের জীবন-কর্ম, আহলে সুন্নাত, মসলকে আলা হযরত, আনজুমান, সিলসিলা, গাউছিয়া কমিটি বিশেষ করে সুন্নি দর্শন সম্পর্কে ব্যাপক আলোচনা স্থান পেয়েছে। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সামশুদ্দিন, গিয়াস উদ্দিন শাকের, পেয়ার মোহাম্মদ কমিশনার, মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা এম এ মান্নান, আবদুল আলীম রেজভী, ড. মুহাম্মদ লিয়াকত আলী, মুহাম্মদ আবদুল ওয়াজেদ, সোলায়মান আনসারী, সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা ড. মুহাম্মদ জাফর উল্ল্লাহ, মাওলানা মুহাম্মদ মোরশেদুল হক, ড. মোহাম্মদ আরিফুর রহমান, ড. মোহাম্মদ আবদুল মাবুদ, ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আল্লামা নাসির উদ্দিন তৈয়বী, অধ্যক্ষ আল্লামা আবু তৈয়ব চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ আনোয়ারী, উপাধ্যক্ষ ড. মুহাম্মদ খলিলুর রহমান, উপাধ্যক্ষ আল্লামা আবদুল ওয়াদুদ, আরবি প্রভাষক গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, মাওলানা মোহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী, অধ্যক্ষ মুহাম্মদ সরওয়ার উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।