জামেয়া ক্যাম্পাসে শিক্ষার্থীদের টিকার ২য় ডোজ প্রদান শুরু

গাউসিয়া কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগিতা

| সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কোভিড-১৯ ২য় ডোজ টিকা প্রদানের কার্যক্রম নগরীর ষোলশহরে অবস্থিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা ক্যাম্পাসে শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলে। কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইলিয়াস চৌধুরী, জেলা শিক্ষা অফিসার এম ফরিদুল আলম হোসাইনী, আনজুমান-এ রহমানির আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ আসিয়র রহমান আলকাদেরী, গাউসিয়া কমিটির যুগ্ম-মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটি, মহিলা গাউসিয়া কমিটি ও যুব রেড ক্রিসেন্টের সার্বিক সহযোগিতায় প্রায় ৪০০০ শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়। আগামীকাল ও ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা হতে ৫ টা পর্যন্ত বাকী শিক্ষার্থীদেরকে ২য় ডোজ টিকা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধএক মাস পর শনাক্ত ৫ হাজারের নিচে