জামেয়া আহ্‌মদিয়া সুন্নিয়া মাদরাসায় শিক্ষকদের প্রশিক্ষণ ও মতবিনিময়

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

জামেয়া আহ্‌মদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শিক্ষকদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা গতকাল শনিবার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা। সভা উদ্বোধন করেন কাজী আব্দুল আলীম রেজভী। সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান। প্রধান অতিথি বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে আমরা দিনরাত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সম্পর্কে পূর্ব হতেই অবহিত রয়েছি। অত্র প্রতিষ্ঠান যেভাবে মাদরাসা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে তা ভবিষ্যতে আরো বেগবান হবে বলে আমি বিশ্বাস করি। সকলের প্রচেষ্টায় মাদরাসা শিক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারব বলে আমি বিশ্বাস করি। সভাপতি বলেন, আমাদের সকল প্রকার কার্যক্রম অনলাইন ভিত্তিক সম্পন্ন করা হয়। মাদরাসার শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে আনজুমান ট্রাস্ট, গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমে নিবিড় যোগাযোগ করা হয়। তিনি মাদরাসার অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা
পরবর্তী নিবন্ধরাউজানে লায়ন্স ক্লাব পারিজাত এলিট ও কাশেম নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান