জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার ২০২৬ সালের ভর্তি পরীক্ষা সম্পন্ন

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম কর্তৃক পরিচালিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ২০২৬ সালের ইবতেদায়ী ১ম শ্রেণি হতে দাখিল ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা গতকাল রোববার সম্পন্ন হয়। শুরুতে অধ্যক্ষ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ..ম আকবর হোসেন, যুগ্ম সচিব ও ফোকাল পার্সন প্রফেসর মুহাম্মদ গোফরান। এ বৎসর প্রায় দুই হাজার সাতশত এর অধিক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য হতে সীমিত সংখ্যক আসন শূণ্য থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত করা হবে। উল্লেখ্য যে, নির্বাচিত শিক্ষার্থী ব্যতীত কোন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেনা। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা-হাকিম কলেজে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধইনভেস্ট ইন ভিশনস থেকে ২ কোটি মার্কিন ডলার টার্ম ঋণ পেল প্রাইম ব্যাংক