জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় সহীহ বুখারী ও শামায়েলে তিরমিযী শরীফের সমাপনী দরস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. শামছুল আলম, বিশেষ অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। অনুষ্ঠান উদ্বোধন করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা কজী আব্দুল আলীম রেজভী, সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান।
সমাপনী দরসের পূর্বে প্রধান অতিথি ভাইস–চ্যান্সেলর জামেয়ার কনফারেন্স হলে শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় জামেয়ার অভাবনীয় দৃশ্য দেখে তিনি অভিভূত হন এবং জামেয়ার শিক্ষা কার্যক্রম সম্পর্কে পূর্ব হতেই ওয়াকিবহাল আছেন বলে তিনি মতামত ব্যক্ত করেন। তিনি আরো বলেন, মনোযোগ সহকারে পাঠদান করলে শিক্ষা প্রতিষ্ঠান সেরাদের সেরা হিসেবে স্বীকৃতি পায়।
দরসের অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ও উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল ও জামেয়া পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন।
সমাপনী দরস অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজ জামেয়ায় উপস্থিত হয়ে আমি আবেগে উদ্বেলিত। আমি অনেক মাদরাসা পরিদর্শন করেছি কিন্তু জামেয়াকে অন্যতম দেখতে পাচ্ছি। জামেয়ার শিক্ষার্থীদেরকে মাদরাসার সুনাম রক্ষায় পড়া–লেখায় নিজেকে আত্মনিয়োগ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জামেয়ার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, শায়খুল হাদিস হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, প্রধান ফকীহ কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, আনজুমানের এ্যাসিসস্ট্যান্ট সেক্রেটারি ও পরিচালনা পর্ষদের সদস্য এস এম গিয়াস উদ্দিন শাকের, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার ও ভাইস–চ্যান্সেলরের একান্ত সচিব, মোঃ ইকবাল, সহকারী রেজিস্ট্রার, ভাইস–চ্যান্সেলর দপ্তর আমিনুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. এ টি এম লিয়াকত আলী, মুহাদ্দিস হাফেজ মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আল কাদেরী, অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দিন, অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রিজভী, মুহাদ্দিস ড. মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাদ্দিস মুহাম্মদ আবুল হাছানাত, ফকীহ ড. মো: কামাল উদ্দিন আযহারী, ফকীহ আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভি, মুফাসসির মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, মুফাসসির মুহাম্মদ এয়াকুব হোসাইনসহ জামেয়ার শিক্ষকবৃন্দ। পরে মিলাদ–কিয়াম মুনাজাতের মাধ্যমে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












