বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শতভাগ পাসের ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। সাধারণ বিভাগে মোট ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৩ জনই উত্তীর্ণ হয়। ‘এ’ প্লাস ৯৯ জন, ‘এ’ ১২১ জন, ‘এ–০২’ জন, বি ০১ জন। বিজ্ঞান বিভাগে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ‘এ’ প্লাস পেয়েছে ৪৪ জন ও ‘এ’ পেয়েছে ০৪ জন। উল্লেখ্য, আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও সদস্য সচিব কাজী আব্দুল আলীম রেজভী এ সফলতার জন্য পরিচালনা পর্ষদ– শিক্ষক মণ্ডলী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।