আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত পশ্চিম ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদ ঈদগাহ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মুসল্লী ও পীর ভাইদের ঈদের জামাতে শরীক হয়ে উভয় জাহানের কামিয়াবী হাসিলের জন্য অনুরোধ জানিয়েছেন আনজুমান ট্রাস্টের পক্ষ হতে সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন ও দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের পক্ষ হতে মোতোয়াল্লী মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী। উল্লেখ্য, আনজুমান ট্রাস্ট পরিচালিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসাসহ শতাধিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মিসকিন ফান্ডের জন্য যারা যাকাত–ফিতরা দান করেছেন ট্রাস্ট কর্তৃপক্ষ সকলের শুকরিয়া আদায় করেন। যারা অনলাইনে দিতে চান– আনজুমানের মিসকিন ফাণ্ড একাউন্ট নং : ১৪৫৩০–২০০০১৩২৫ চলতি হিসাব, রূপালী ব্যাংক লি. ৩২১, দিদার মার্কেট, দেওয়ান বাজার শাখা, চট্টগ্রাম, বাংলাদেশ। বিকাশ (মার্চেন্ট) : ০১৮৪১–৯৩৭৮৭২। প্রেস বিজ্ঞপ্তি।