জামেয়ার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন আল্লামা সৈয়্যদ সাবির শাহ

| বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ক্রমবর্ধমান ছাত্রসংখ্যার চাহিদা মেটাতে গত ২৩ সেপ্টেম্বর নবনির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার বিস্তারকল্পে চালুকৃত দরসে নেযামীর নতুন বর্ধিত ভবন উদ্বোধন করেছেন পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.)। সাথে ছিলেন সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.)

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার চেয়ারম্যান আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান, অধ্যক্ষ কাজী আব্দুল আলিম রেজভী, দরসে নেযামীর মহাপরিচালক হাফেয মাওলানা মুহাম্মদ সোলায়মান আনসারী, আনজুমান ট্রাস্ট’র কার্যকরী সদস্য মুহাম্মদ মাহবুব ছাফা প্রমুখ। এ সময় হুজুর কেবলা (মা.জি.) উক্ত ভবনদ্বয় নির্মাণের শুরু হতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আনজুমান ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দিন শাকের, আনজুমান সদস্য মাহবুব ছাফাসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধন শেষে আনজুমান কর্মকর্তা, জামেয়ার ছাত্রশিক্ষক, সকল পীর ভাইবোনসহ সমগ্র মুসলিম উম্মাহ্‌র জন্য দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিষপানে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকানপুর টেস্টে বৃষ্টির জোরালো সম্ভাবনা