আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় কুতুবুল আউলিয়া, বানীয়ে জামেয়া, আওলাদে রাসুল, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, হযরতুলহাজ আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)’র ৬৬তম সালানা ওরস মোবারক আগামীকাল শনিবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা হতে খতমে কোরআন মজিদ, খতমে বোখারী শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে গাউসিয়া শরীফ, গেয়ারভী শরীফ, জামেয়ার শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত, হামদ, নাত, বিভিন্ন ভাষায় বক্তব্য, বা’দ মাগরিব হযরতের পুণ্যময় জীবনীর উপর আলোচনা, সালাত ও সালাম, আখেরী মোনাজাত এবং বা’দ এশা তাবারুক বিতরণ। হুজুর কেবলা আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ) ও পীরে বাঙাল হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ ছাবের শাহ্ (মা.জি.আ) সরাসরি লাইভে যুক্ত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, একই দিন ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসায়ও হযরতের ওরস মোবারক অনুষ্ঠিত হবে। সালানা ওরস মোবারকে উপস্থিত হয়ে আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত হাসিলের জন্য অনুরোধ জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।