জামিন শুনানিতে হট্টগোল মেঘনার ৬ সিবিএ নেতা কারাগারে

ছাত্র আন্দোলনে হামলার মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ৯:৩৯ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরীতে হামলার মামলায় মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) ৬ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিব্রত হয়ে বিচারক এজলাস থেকে নেমে যান। ৬ সিবিএ নেতা হলেন, মেঘনা পেট্রোলিয়াম সিবিএ সভাপতি মো. আইয়ুব, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহসাধারণ সম্পাদক জহির উদ্দিন ওরফে আকবর, অর্থ সম্পাদক ইউসুফ আলী, দপ্তর সম্পাদক বাবু রনি কর ও সদস্য রাজীব ধর।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর সিটি কলেজ এলাকায় ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মাশফিকুর রহমান নামে এক শিক্ষার্থী বাদী হয়ে নগরীর সদরঘাট থানায় একটি মামলা করেন। মামলায় কারাগারে পাঠানো ৬ সিবিএ নেতাও রয়েছেন। আদালত সূত্র আরো জানায়, ৬ সিবিএ নেতা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভুঁইয়া দৈনিক আজাদীকে বলেন, ৬ সিবিএ নেতার জামিন শুনানি শুরু হলে হট্টগোলের এ ঘটনা ঘটে। একপর্যায়ে বিচারক বিব্রত হয়ে এজলাস থেকে নেমে যান।

পূর্ববর্তী নিবন্ধঝাউবাগান থেকে পরিত্যক্ত পিস্তল উদ্ধার
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ