রাজধানীর বাড্ডা এলাকায় মো. দুর্জয় আহম্মেদ নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের ক্যাশিয়ার ও চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। খবর বাসসের।
আদালতে জসিমের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
এর আগে বুধবার ঢাকার নিকুঞ্জের হোটেল লা–মেরিডিয়ান এর সামনে থেকে জসিমকে গ্রেফতার করা হয়। সেইদিনই তাকে আদালতে হাজির করা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. রাসেল পারভেজ মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য গতকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই মামলার বাদী মো. দুর্জয় আহম্মেদ (২৮) বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেন। মধ্যবাড্ডা ইউলুপ এর নিচে অবস্থানকালে আসামিদের এলোপাতাড়ি গোলাগুলিতে তিনি চোখে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে মামলাটি দায়ের করা হয়। জসিম উদ্দিন আহমেদ মামলার একজন এজাহারভুক্ত আসামি।