জামিন পেলেন গ্রেপ্তার দুই শিল্পী

মণ্ডপে ইসলামী সঙ্গীত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৪:৫৪ পূর্বাহ্ণ

নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশনের ঘটনায় গ্রেপ্তার শহীদুল করিম ও নুরুল ইসলামের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে এ দুজনের জামিন চেয়ে তাদের আইনজীবীরা আবেদন করেন। নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর জে এম সেন হলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত দুর্গা পূজার মহাসপ্তমীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ নামে একটি সংগঠন দুটি গান পরিবেশন করে। ওই গান পরিবেশনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে গত শুক্রবার কোতোয়ালী থানায় মহানগর পূজা কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে একটি মামলা করেন। এতে কমিটির যুগ্ম সম্পাদক (পরে বহিষৃ্কত) সজল দত্ত, চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম, নুরুল ইসলাম, আবদুল্লাহ ইকবাল, মো. রনি, গোলাম মোস্তফা ও মো. মামুনসহ সাতজনকে আসামি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপরপর পাঁচ বছর এগিয়ে মেয়েরা
পরবর্তী নিবন্ধডিমের নতুন দাম নির্ধারণ, কার্যকর আজ থেকে