জামিন নামঞ্জুরের পর সংজ্ঞা হারালেন আসামি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৭:০৬ পূর্বাহ্ণ

আত্মসমর্পণ করে জামিন আবেদন করে তা নামঞ্জুর হওয়ায় সংজ্ঞা হারালেন মোহাম্মদ বশিরুল আলম শরীফ নামে মাদক মামলায় অভিযুক্ত এক আসামি। গতকাল ৩য় মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতের এজলাস কক্ষে এই ঘটনা ঘটে।
আদালতের সংশ্লিষ্ট সূত্র আজাদীকে জানায়, এজলাসে সংজ্ঞা হারানোর পর আসামি বশিরুলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চলতি বছর জানুয়ারিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বশিরুল আলমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা (নং-৭২ (১)২০) দায়ের হয়েছিল। গতকাল আদালতে তার আইনজীবী জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ আদেশ শুনেই আসামি জ্ঞান হারান। এর আগে তার আইনজীবী দাবি করেন, তাকে হয়রানি করতে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ ধরনের কোনো অপরাধের সাথে বশিরুল জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধদরিদ্র পরিবারের পাশে পতেঙ্গা থানা ছাত্রলীগ
পরবর্তী নিবন্ধ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেনি উত্তর জেলা বিএনপি