নগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় কারাগারে থাকা বহিস্কৃত সাবেক ছাত্রলীগ নেতা সিআরবি জোড়া খুনের অন্যতম আসামি সাইফুল আলম লিমন জামিনে মুক্ত হয়েছেন।
গতকাল মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত আসামি লিমনের জামিন মঞ্জুর করার পর তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
মহানগর আদালতের পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেছেন, মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারী মিস মামলা নং-২৩৭৯/২০ সংক্রান্তে সাইফুল আলম লিমন ও সজল দাশ নীরবের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
মহানগর পিপি জানান, জামিন আবেদনে সাইফুল আলম লিমনের কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি উল্লেখ করা হয়। এতে আদালত সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সাইফুল আলম লিমনের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে আরেক আসামি সজল দাশ নীরবের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এরআগে গত ৬ নভেম্বর লিমনকে মেহেদিবাগস্থ ফ্ল্যাট থেকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার সহযোগী সজল দাশ নীরবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।










