জামিনে মুক্ত সাবেক কাউন্সিলর কাদের

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

চসিকের সাবেক কাউন্সিলর আব্দুল কাদের কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয় বলে জানান-চট্টগ্রাম কারাগারের জেলর মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন কাদের। এসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছার পর তাকে মুক্তি দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আসামি আবদুল কাদেরকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়। সোমবার হাইকোর্টের আদেশ চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতে এসে পৌঁছে। সিএমএম আদালতের নাজির আবুল কালাম আজাদ দাপ্তরিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে সেটি চট্টগ্রাম কারাগারে পাঠান।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনকে সামনে রেখে ১২ জানুয়ারি রাতে নগরীর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী কাদের গণসংযোগ করছিলেন। মগপুকুর পাড় এলাকায় দু’পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল (৫৫) নামে একজন মারা যান।
ঘটনার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে আবদুল কাদেরসহ ২৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়। রাতেই আবদুল কাদেরকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা করেন নিহত আজগর আলী বাবুলের ছেলে সিজান মোহাম্মদ সেতু। মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে আটকদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে কাদেরসহ ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের মধ্যে ছয়জনের নাম মামলার এজাহারে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅভিযোগ পাল্টা অভিযোগ সংঘাতের শংকা
পরবর্তী নিবন্ধগণি বেকারিসহ তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা