জামিনে বের হয়ে ফের গাঁজা বিক্রি, কারবারি গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে মাদকের মামলায় জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আবারও গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন পেয়ার আহমেদ (৫১) নামে এক মাদক কারবারি। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরপাথরঘাটা আজিমপাড়া নুর মোহাম্মদের বাড়ির সামনে থেকে ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পেয়ার আহমেদ চরপাথরঘাটা ৮নং ওয়ার্ড আজিমপাড়া সৈন্যার গোষ্ঠি এলাকার মৃত জাফর আহমদের ছেলে। এর আগে গত ২১ জুন ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিলেন পুলিশের হাতে। সমপ্রতি তিনি জামিনে বের হয়েছেন বলে জানা যায়।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, সমপ্রতি জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ওই মাদক ব্যবসায়ী। তাদের কাছে তথ্য ছিল, কারাগার থেকে বেরিয়ে তিনি আবারও গাঁজা ব্যবসা শুরু করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আবারও গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবয়স কম হলেও ছিনতাই জগতে পরিচিত মুখ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার