বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খুনের অভিযোগে করা এক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার জামিনে অনাপত্তি দেওয়ায় বাদীকে হাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার সকালে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। পরে দুপুর ২টায় মুচলেকা দিলে ৫ ঘণ্টা হাজতবাসের পর তছলিমা আক্তার নামের উক্ত বাদী ছাড়া পান।
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক দৈনিক আজাদীকে বলেন, হাটহাজারীর একটি মামলায় গ্রেপ্তার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল মনসুর ও মো. হাসান নামের আরেকজনের জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। ওই সময় তাদের জামিনে অনাপত্তিপত্রটি দেন বাদী তছলিমা আক্তার। তখন আদালত বাদীর কাছে জানতে চান, কেন মামলা করলেন, আবার এখন জামিনে আপত্তি নেই জানালেন। বাদী কোনো সদুত্তর দিতে পারেননি। এ সময় তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী তাকে আদালতের নিচে থাকা হাজতখানায় আটকে রাখা হয়। পরে মুচলেকা দিলে ৫ ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, কয়েক মাস আগে এই দুজনসহ ৩১ জন আসামি জড়িত নন দাবি করে হলফনামাও দেন বাদী তছলিমা আক্তার।