জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন

২৬৮ আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে না গিয়ে শেষ পর্যন্ত ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে বাকি ৩২ আসনে অন্যদের সমর্থন দেবে দলটি। জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া এবং ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কথা বলেছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ২৭০টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে ২ জন বাতিল হয়েছে; বাকি ২৬৮ জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন না। খবর বিডিনিউজের।

গতকাল শুক্রবার বিকালে পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। দলের আমির সৈয়দ রেজাউল করিমের আদেশে এ সংবাদ সম্মেলন আয়োজনের কথা বলেছেন মুখপাত্র। আতাউর রহমান বলেন, যদিও আমরা জানি, সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে; কারণ আমরা ক্ষমতার রাজনীতি আমরা সেভাবে করি না। আমাদের মূল লক্ষ্য ইসলাম। ইসলামকে আমরা আগে রাখি। আমাদের নীতিআদর্শের রাজনীতি করি। আর এখানে আমরা দেখছি যে, নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি।

তিনি বলেন, আমরা যেহেতু এবাদতের রাজনীতি করি, আমরা আমাদের নেতাকর্মীদের সাথে প্রতারণা করতে পারি না। আমরা এদেশের ইসলামপন্থি জনতার আবেগের সাথে কিছুতেই প্রতারণা করতে পারি না। আমরা যেহেতু ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছিআমরা এ থেকে বিচ্যুত হতে পারি না।

ইসলামী আন্দোলনের মুখপাত্র আতাউর বলেন, আমাদের যেহেতু ২৬৮ আসনে ক্যান্ডিডেট আছে, আর ৩২টা আসন এখনো ফাঁকা আছে; এই ৩২ আসনেও আমরা সমর্থন দিব। সেখানে কাদেরকে আমরা সমর্থন দিব, সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে ডিসাইড করব। আমাদের নীতিআদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে, তাদের সাথে সৎ, যোগ্য ক্যান্ডিডেটতাদেরকে আমরা ইনশাআল্লাহ সমর্থন দিব। এবং আমরা আশাবাদী গোটা বাংলাদেশে ৩০০ আসনেই আমাদের পক্ষের ক্যান্ডিডেট থাকবে ইনশাআল্লাহ, যাতে পীর সাহেব চরমোনাইয়ের ইসলামের পক্ষে ‘ওয়ান বঙ নীতি’, সেটার যাতে সঠিক বাস্তবায়ন আগামী নির্বাচনে থাকে, এই জন্য আমরা ইনশাআল্লাহ এই ব্যবস্থা আমরা করব।

পূর্ববর্তী নিবন্ধডিসি হিলে নান্দনিকতার ছোঁয়া, আরো দৃষ্টিনন্দন
পরবর্তী নিবন্ধমোবাইলে কথা বলা নিয়ে স্বামীর সঙ্গে অভিমান, গৃহবধূর আত্মহত্যা