জামায়াতের বিরুদ্ধে মাজার ভাঙার অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা : ডাঃ রেজাউল করিম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৭ অপরাহ্ণ

নির্বাচন এলেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মাজার ভাঙার মতো মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালায়- যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হীন উদ্দেশ্যপ্রসূত বলে মন্তব্য করেছেন রাঙ্গুনিয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ডাঃ রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়ার মানুষ এখন সচেতন। তারা আর মুখের উন্নয়ন কিংবা গুজবনির্ভর অপপ্রচারে বিশ্বাস করে না। জনগণ চায় বাস্তব কাজ, সৎ নেতৃত্ব এবং ন্যায়ভিত্তিক রাজনীতি।”

নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, “সংসদে যেতে চাই জনগণের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামভিত্তিক অবকাঠামো উন্নয়ন এবং তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের ক্ষমতায় যাওয়ার লড়াই নয়; এটি নীতি, সততা ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার নির্বাচন। দাঁড়িপাল্লা প্রতীক ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবেই জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে।”

শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভয় ও প্রভাব উপেক্ষা করে বিবেকের রায়ে ভোট দিন। একটি সঠিক ভোটই পারে আগামীর রাঙ্গুনিয়াকে দুর্নীতিমুক্ত ও মানবিক রাঙ্গুনিয়ায় রূপ দিতে।”

এদিন তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগে তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগ্রামীণ শিক্ষার মান উন্নয়নে ইউনিটি স্পার্কের শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম
পরবর্তী নিবন্ধলাঙ্গল জিতলে-এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে