জামায়াতের কোনো মামা–খালুর দেশ নাই, বেগমপাড়াও নাই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত কারো কাছে মাথা নত করে নাই। কারো দয়া–অনুকম্পা কামনা করে নাই। হাজার কর্মী, সহকর্মী হারিয়েছে মাথা নত করে নাই। কারও চোখ রাঙানিকে পরোয়া করে নাই। দেশ ছেড়েও পালায় নাই। ছিলাম, আলহামদুলিল্লাহ আছি, ইনশাআল্লাহ থাকব। আমাদের পাড়া একটাই, কর্মের বাংলাদেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।
ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস আছে তাদেরকে বেছে নিতে হবে। সেই সাহস আল্লাহর মেহেরবানীতে জমায়াতে ইসলামীর আছে। দফায় দফায় জামায়াতে ইসলামীর নেতাদেরকে সাজানো সাক্ষী ও পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশটা মুসলমান–হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান সবার। আমরা মিলেমিশে ফুলের বাগানের মত দেশটাকে গড়ব ইনশাআল্লাহ। সকল ধর্মের মানুষ তার প্রাপ্য অধিকার পাবে, তার লড়াই করার প্রয়োজন পড়বে না। কারণ আমরা সমাজের সুবিচার কায়েম করব। যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে। দেশ সরকার দেখবে না, তিনি কোন দলের কিংবা তিনি কোন ধর্মের।
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন কাঠানো নিয়ে শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা–কর্মচারীরা যে বেতন পান, তা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন। এজন্য তারা বাধ্য হয়ে ইলিগ্যাল ইনকাম করেন। কেউ লোভে কিংবা নেশাবশত করেন। আমরা তাদের হাতে সম্মানের বেতন স্কেল তুলে দেব।
কুমিল্লা–৯ আসনে জামায়াতের প্রার্থী ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, আব্দুল হালিম, কুমিল্লা–১০ আসনের প্রার্থী ইয়াছিন আরাফাত, কুমিল্লা–৮ আসনের প্রার্থী শফিকুল আলম হেলাল, সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি রেজাউল করিম, নির্বাচনি পরিচালক দেলোয়ার হোসাইন এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী বক্তব্য দেন।











