বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২ ফেব্রুয়ারি সোমবার চট্টগ্রাম ও কক্সবাজারে নির্বাচনি সফর করবেন। এসময় তিনি বেশ কয়েকটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ গতকাল সোমবার জামায়াতের আমিরের সফরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বন্দর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সন্ধ্যা সাড়ে ৬ টায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। তিনি আরো জানান, আমিরে জামায়াত আগামী ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টায় মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক স্কুল মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। এরপর একই দিন সকাল ১০টায় কঙবাজার পৌরসভার বাহারছড়া গোলচত্ত্বর মাঠে, সকাল ১১টায় লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে এবং বেলা ২টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন বলে জানান মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।












