জামায়াতের আমিরের সফরে চট্টগ্রাম আবার জেগে উঠবে

দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ‘হ্যাঁ ভোট’এর পক্ষে ব্যাপক জনমত গড়ে তোলা সময়ের অন্যতম দাবি। একই সঙ্গে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার রাতে ৯টা ৩০ মিনিটে দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ যেন ভয়ভীতি ও বাধাহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে চলমান রাজনৈতিক সংকট থেকে দেশকে উত্তরণ ঘটাতে। সমাবেশে তিনি জানান, আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সফরে আসবেন। এ সফরকে ঘিরে চট্টগ্রাম অঞ্চলের সকল স্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতের আমিরের সফরের মাধ্যমে চট্টগ্রাম আবার জেগে উঠবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেনঅধ্যাপক আহছানুল্লাহ, চট্টগ্রাম টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মোমিনুল হক, পশ্চিম জেলা সভাপতি আব্দুল রহিম ও উত্তর জেলা সভাপতি শওকত আলী প্রমুখ। উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি জামায়াতের আমিরের সফরের সময়সূচি ও স্থান সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে অবগত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসরাইপাড়ায় জামায়াত প্রার্থী অধ্যক্ষ হেলালীর গণসংযোগ