বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) সীতাকুণ্ডে সফর ও সীতাকুণ্ড সরকারি আদর্শ হাই স্কুল মাঠে এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এই উপলক্ষে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে আজ শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার মিডিয়া ও প্রচার বিভাগের উদ্যোগে উপজেলা জামায়াতের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফজলুল করিম।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসিম উদ্দিন আজাদ ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের। এ সময় উপস্থিত ছিলেন রাশেদুজ্জামান মজুমদার, অ্যাডভোকেট আশরাফুর রহমান, মু মিছবাহুল আলম রাসেল, আবুল হোসাইন, অ্যাডভোকেট মোস্তফা নূর, সাবেক কমিশনার রেহান উদ্দিনসহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় অতিথিরা বক্তব্যে বলেন, এ হাই স্কুল মাঠে জনসভাকে কেন্দ্র করে সার্বিক সকল রকম প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশাবাদী।’ জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সার্বিক নজরদারি ও সহযোগিতা থাকবে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী প্রচারণা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের অবস্থান তুলে ধরা হয় এবং গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়।












