সিজেকেএস হকি টুর্নামেন্টে জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ এবং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ নিজ নিজ খেলায় জিতেছে। গতকাল বুধবার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ ৬–০ গোলে এসকে স্পোর্টস বিডিকে পরাজিত করে। বিজয়ী দলের সৈকত ৩টি গোল করে হ্যাট্রিক অর্জন করেন। অপর ৩টি গোল করেন যথাক্রমে শহিদুল, হৃদয় ও ফজলে রাব্বি। ৩ ম্যাচ শেষে ৩ জয়ে ৯ পয়েন্ট জামালের, পক্ষান্তরে সমসংখ্যক খেলায় এসকে স্পোর্টস বিডির পয়েন্ট শুন্য। খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড় সৈকতকে ক্রেষ্ট প্রদান করেন সাবেক কৃতী হকি খেলোয়াড় আনিসুর রশিদ। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ১–০ গোলে চট্টগ্রাম মহানগর হকি ক্লাবকে পরাজিত করে। খেলার শুরুতে উপর্যুপরি আক্রমণে ম্যাচের উত্তেজনা বৃদ্ধি পায়। দু’দলই বেশ উপভোগ্য ছন্দময় হকি খেলা উপহার দেয়। তবে কাজের কাজটি করে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ২০ মিনিটের সময় সম্মিলিত আক্রমণ থেকে চাতুর্যপূর্ণ ফ্লিকে ১–০ গোলে এগিয়ে যায় তারা। পরবর্তীতে মহানগর উপর্যুপরি আক্রমণ শানিয়ে ও সমতায় ফিরতে পারেনি বিপক্ষের রক্ষন দৃঢতায়। শেষ পর্যন্ত ঐ এক গোলে ম্যাচ জিতে নেয় ক্যান্ট পাবলিক কলেজ। খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড় মুহাম্মদ সাজ্জাদকে ক্রেষ্ট প্রদান করেন হকি সংগঠক দেবেশ দাস। আজকের খেলা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ –২.১৫টা।












