জামাল নজরুল ইসলাম স্মরণে চবিতে তরুণ গবেষক সম্মেলন

৭৫ প্রতিষ্ঠানের ৫২৪ গবেষকের অংশগ্রহণ

চবি প্রতিনিধি | রবিবার , ২২ মে, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম স্মরণে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হয়েছে ‘প্রথম জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন-২০২২’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিকাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্ট্যাডি সোসাইটির (সিইউআরএইচএস) উদ্যোগে এ গবেষক সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী।

‘কল্পনা ও উদ্ভাবনের পথে আগামী প্রজন্ম’ প্রতিপাদ্যকে ধারণ করে সম্মেলনে ৭৫টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ৫২৪ জন তরুণ গবেষক অংশ নেন। পদার্থবিজ্ঞান ও প্রকৌশল, জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, কৃষি ও উদ্ভিদ, স্বাস্থ্য ও চিকিৎসাবিদ্যা, সমাজবিজ্ঞান, মানববিদ্যা এবং বাণিজ্য- এ ছয়টি শাখায় সম্মেলনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ গবেষকরা অংশ নেন। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন ৭৪ জন গবেষক। সম্মেলনে গবেষণায় ছয়টি বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া গবেষণা আইডিয়ায় ৭ ক্যাটাগরিতে ২১ জনকে দেয়া হয় পুরস্কার।

সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বোর্ড মেম্বার গবেষক ড. সেঁজুতি সাহা। স্পটলাইট স্পিকার বুয়েটের সাবেক অধ্যাপক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আইনুন নিশাত। জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন। ‘তরুণদের বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধকরণ’ পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুনির হাসান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন।
আয়োজনের বিভিন্ন পর্বে ছিল তরুণদের নানা উল্লেখযোগ্য গবেষণাকর্ম উপস্থাপন, গবেষণার পোস্টার প্রদর্শনী, বাংলায় অস্ট্রেলিয়ার বিখ্যাত থ্রি মিনিট থিসিস, জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতা, ডকুমেন্টারি প্রদর্শন, সম্মাননা ও পুরস্কার বিতরণ।

অস্ট্রেলিয়ার থ্রি মিনিট থিসিস অংশে ১২০ জন প্রতিযোগী থেকে বাচাই করে ৮ জন তরুণ গবেষক বাংলা ভাষায় তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। যাতে তা সকল শ্রেণী পেশার মানুষের বোধগম্য হয়। এই পর্বে উঠে আসা ধারণাগুলোর মধ্যে ছিলো সমুদ্র উপকূল রক্ষার উপায়, শিশুর জন্মের আগেই ত্রুটি নির্মূল, সাগরের প্রাণীদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করার উপায়, মহামারী পরবর্তী সময়ে অর্থনৈতিক পরিস্থিতি, কোভিড সার্স কোভ-২ এর এন্টিবডি পরীক্ষা করার প্রয়োজনীয়তাসহ বেশ কিছু আইডিয়া সমৃদ্ধ করে এই পর্ব। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, আইসিডিডিআরবি, ব্র্যাক ইউনিভার্সিটি, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ গবেষকরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এছাড়া সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হোন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধনী পর্বে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে বাংলাদেশের গবেষণা কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ সমুদ্রবিজ্ঞান খাতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গবেষকরা আমাদের স্বপ্ন দেখায়, আমরা ২০৫০ সালের মধ্যে গবেষণায় শীর্ষ ২০-এ থাকব। গবেষকরা এগিয়ে চলুক, বাংলাদেশ এগিয়ে চলুক সমৃদ্ধির পথে এই কামনা।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি নজরুল
পরবর্তী নিবন্ধকাতারে চট্টগ্রাম সমিতির গুণীজন সংবর্ধনা ও অভিষেক