জামাল খাশোজি হত্যাকাণ্ডে ফ্রান্সে সৌদি নাগরিক গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

সাংবাদিক জামাল খাশোজিকে হত্যায় জড়িত সন্দেহে এক সৌদি নাগরিককে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি জানায়, খালেদ আয়েধ আলওতাইবি নামের ওই ব্যক্তি মঙ্গলবার প্যারিসের ‘শার্ল দ্য গল’ বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার খবর জানিয়েছে ফরাসি গণমাধ্যম। খবর বিডিনিউজের।
খাশোজি হত্যাকাণ্ডে তুরস্কের ওয়ান্টেড তালিকায় থাকা ২৬ জন সৌদি নাগরিকের একজন হচ্ছেন এই আলওতাইবি। ৩৩ বছর বয়সী আলওতাইবি সৌদি রয়েল গার্ডের সদস্য ছিলেন। তিনি নিজ নামেই ভ্রমণ করছিলেন এবং তাকে জুডিশিয়াল ডিটেনশনে রাখা হয়েছে বলে জানিয়েছে আরটিএল রেডিও।

পূর্ববর্তী নিবন্ধনিজ খরচে আইএসএসের পথে জাপানের শতকোটিপতি
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় এক মাসে নষ্ট ১০ লাখ ডোজ কোভিড টিকা