জামাল খান ও হালিশহরে বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

জামালখানস্থ দেওয়ানজী পুকুর পাড়ে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় ফলদ, বনজ ও ওষুধি চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজী মো. শাহাবুদ্দীন, চিত্তরঞ্জন সরকার, আতাউর রহমান বরকত, পিযুষ বিশ্বাস, মো. সৈয়দুল আলম, অনিল দাশ, মৃদুল কুমার দাশ, স্বপন চৌধুরী খোকা, সৈয়দা শাহানারা বেগম, মো. শুক্কুর, মাসুদ আলী, কাঞ্চন চৌধুরী, এটিএম আহসান উল্লাহ খোকন, উত্তম সেন, সাধন কুমার বড়ুয়া, সুশীল মজুমদার, মো. সালাহ উদ্দিন, মো. আজিম, মো. সাইফুল, মো. বাপ্পি, মো. আলম, অঞ্জন দত্ত, মো. জোবায়ের আলম আশিক, মাহমুদুল ইসলাম খান মিনহাজ প্রমুখ।

মহানগর যুবলীগ : চট্টগ্রাম মহানগর যুবলীগের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আলোচনা সভা গতকাল শুক্রবার সকাল ১০টায় উত্তর হালিশহরে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মাহবুব আলম আজাদ।

মাহাবুবুর রহমান মাহফুজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কায়সার। বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. ইকবাল, মাইনুল ইসলাম, নজরুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফসিউল আলম সমীর, গোলাম মোস্তফা মোস্তাক, সৈয়দ ওমর ফারুক, এম.এ আজিজ প্রমুখ।

খোকা বলেন, দেশ ও নিজের প্রয়োজনে আমাদের গাছ লাগাতে হবে। একটি গাছ কাটলে কমপক্ষে ৩টি গাছ লাগানো জরুরি। গাছ আমাদের অক্সিজেন দেয়া ছাড়াও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে। পরিকল্পিতভাবে দেশে বনায়ন করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব। গাছের চারা বিতরণ শেষে স্থানীয় স্কুল আঙ্গিনায় তিনটি ফলদ ও ঔষধি গাছ লাগানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় প্রতারণা মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআভারেখা দাশগুপ্ত